কাপড় কেনার টাকা দিতে দেরি, স্কুলছাত্রীর আত্মহত্যা

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৬ অক্টোবর, ২০২১ at ১০:২৪ পূর্বাহ্ণ

লোহাগাড়ার পদুয়ায় পিতার সাথে অভিমান করে ফাতেমা আক্তার রিয়া (১৩) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। গতকাল সোমবার সকালে বসতঘরে নিজ শয়নকক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ফাতেমা আক্তার রিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জঙ্গল পদুয়া হোসেন সিকদার পাড়ার ট্রাকচালক হাসান আলী সিকদারের কন্যা ও উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। নিহতের পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, তিন দিন পূর্বে এক প্রতিবেশী থেকে টাকা ধার নিয়ে ফেরিওয়ালার কাছ থেকে নতুন কাপড় ক্রয় করে রিয়া। রোববার রাতে তার পিতা বাড়িতে আসলে ধার করে নতুন কাপড় কেনার বিষয়টি জানান। ধারের টাকা ফেরত দেয়ার জন্য পিতার কাছ থেকে টাকা খুঁজে। কয়েকদিন পর ধার করা টাকা ফেরত দিবে বলে মেয়েকে আশ্বাস দেন পিতা। কিন্তু কাপড় কেনার টাকা দিতে দেরী হওয়ায় পিতার সাথে অভিমান করে আত্মহত্যা করে স্কুল ছাত্রী রিয়া। নিহতের ভাই মো. রায়হান জানান, প্রতিদিনের ন্যায় তার বোন রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান। সকালে ঘুম থেকে উঠতে দেরী হওয়ায় ডাকাডাকি করেন। কোন সাড়া না পাওয়ায় দরজা ভেঙ্গে ভেতরে গিয়ে দেখতে পান লোহার রডের সাথে উড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় রয়েছে তার মরদেহ। পরে থানা পুলিশকে খবর দেয়া হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে মরদেহের সুরতহাল লিপিবদ্ধ করা হয়। তবে আত্মহত্যার ব্যাপারে কারো কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাগরে ফের মাছ ধরা শুরু
পরবর্তী নিবন্ধমোবাইল ভেঙে ফেলায় অভিমানে আত্মঘাতী কিশোরী