কাপ্তাই হ্রদ থেকে ভাসমান লাশ উদ্ধার

রাঙ্গামাটি প্রতিনিধি | শনিবার , ১৫ মার্চ, ২০২৫ at ১০:৪০ পূর্বাহ্ণ

রাঙ্গামাটি জেলা শহরে কাপ্তাই হ্রদ থেকে আসমান অবস্থায় মংরি রাখাইন (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে জেলা শহরের ১ নম্বর ওয়ার্ড গীতাশ্রম কলোনীর সমিলের শেষ প্রান্তে হ্রদ থেকে লাশটি উদ্ধার করা হয়। জানা গেছে, মংরি রাখাইনের স্থায়ী ঠিকানা কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং এলাকায়। সে ব্যবসায়িক কারণে রিজার্ভ বাজার নাপ্পিঘাটা এলাকায় বসবাস করত। কাপ্তাই হ্রদ থেকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ক্য লাহ্‌ চিং মারমা বলেন, আমরা লাশটি উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যাচ্ছি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্থানে ইফতার মাহফিল
পরবর্তী নিবন্ধমুহাম্মদ আবু জাফর ফারুকী