কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধের সময়সীমা আরো ১২ দিন বর্ধিত করে আগামী ১ সেপ্টেম্বর থেকে মাছ আহরণের সিদ্ধান্ত জানিয়েছে জেলা প্রশাসন। এর আগে, হ্রদে পানি স্বল্পতার কারণে তিন মাসের নির্ধারিত সময়ের পর গত ১৯ জুলাই থেকে ১৯ আগস্ট পর্যন্ত আরো একমাস মাছ ধরা বন্ধের সময়সীমা বর্ধিত করেছিল প্রশাসন। তবে এবার হ্রদে পানিস্বল্পতা না থাকলেও ব্যবসায়ীদের দাবির মুখে মাছের ‘সুষম বৃদ্ধির জন্য’ ২০ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত আরো ১২ দিন বন্ধের সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন।
এদিকে, কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণনকেন্দ্র সূত্র জানিয়েছে, চলতি বছর মাছ ধরা বন্ধকালীন কাপ্তাই হ্রদে ৭২৬টি অভিযান পরিচালিত করে ৩ হাজার ৪৭৩ কেজি বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়েছে। একই সঙ্গে ২৪৬টি মাছ ধরার নৌকা ও আনুমানিক দেড় লাখ মিটার জাল জব্দ করা হয়। বিগত দুই বছরে একটি করে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হলেও এবার হয়েছে ১৪টি।