রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকারের সময় বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৭ জন জেলে আহত হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে জেলার বরকল উপজেলার কুটকুটিছড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। বজ্রপাতে নিহত জেলের নাম– সুমন সরকার (৩৫)। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার কামারখান্দা উপজেলার বড়দুলহাট গ্রামের।
কুটকুটিছড়া এলাকার মৎস্য ব্যবসায়ী মো. মোতালেব হোসেন জানান, সন্ধ্যায় হ্রদে মাছ ধরার জন্য জাল ফেলা হয়। রাতে ৯টার দিকে হঠাৎ বাতাস ও বজ্রপাত শুরু হয়। এসময় আশে পাশে কোনো বাসাবাড়ি না থাকায় তারা জালটি তুলে ফেলার সময় বজ্রপাতে সুমন সরকার নামে একজন ঘটনাস্থলে মারা যায়। এতে আরও ৭ জন আহত হয়। এরমধ্যে গুরুতর আহত দুইজনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করে বরকল উপজেলার সুবলং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) আনিসুর আশিক জানান, কাপ্তাই হ্রদে জাল দিয়ে মাছ শিকারের সময় ব্রজপাতে একজন নিহত এবং ৭ জন আহত হয়েছে।