রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় কাপ্তাই হ্রদের পানিতে ডুবে লতা মারমা (৩৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। তিনি কেংড়াছড়ি গ্রামের মিলন কান্তি চাকমার স্ত্রী। জানা যায়, লতা মারমা অন্তঃসত্ত্বা ছিলেন। তার দুই মেয়ে ও একজন ছেলে সন্তান রয়েছে।স্থানীয়রা জানান, উপজেলার কেংড়াছড়ি থেকে নৌকাযোগে বিলাইছড়ি বাজারে যাওয়ার পথে কেরণছড়ি এলাকায় কাপ্তাই হ্রদের পানিতে পড়ে নিখোঁজ হন লতা মারমা। পরে স্থানীয়রা মাছ ধরার জাল দিয়ে হ্রদে তল্লাশি চালিয়ে বেলা সাড়ে ১১টার দিকে মৃতদেহ উদ্ধার করে। বিলাইছড়ির থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া বলেন, ওই নারীকে উদ্ধার করে বিলাইছড়ি হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। মৃতদেহ থানা হেফাজতে রয়েছে। পরিবারের লোকজন আসছেন। পরিবারের লোকজনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।