কাপ্তাই হ্রদে ধরা পড়লো ২৩ কেজি ওজনের বাঘা আইড়

| রবিবার , ১ অক্টোবর, ২০২৩ at ৪:৫৪ পূর্বাহ্ণ

জেলার কাপ্তাই হ্রদে জেলেদের জালে ধরা পড়লো ২৩ কেজি ওজনের বাঘা আইড়। গত শুক্রবার সন্ধ্যার দিকে রাঙামাটির সুবলং এলাকায় কাপ্তাই হ্রদে মাছটি জেলেদের জালে ধরা পড়ে। রাতে জেলেরা শহরের রিজার্ভ বাজারের মৎস্য ব্যবসায়ী তৈয়বের দোকানে বিক্রির জন্য নিয়ে আসে। এ সময় বিরল প্রজাতির এই বাঘা আইড় মাছটি দেখতে সেখানে উৎসুক মানুষেরা ভিড় করে। পরে জেলেদের কাছ থেকে ২৩ কেজি ওজনের মাছটি নিয়ে পাইকারি দরে ৫৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন মৎস্য ব্যবসায়ী আবু তৈয়ব। মাছ ব্যবসায়ী রাখাল নাথ জানান, দীর্ঘ ৪০ বছর ধরে মাছ ব্যবসা করে আসছি। এই প্রথমবার কাপ্তাই হ্রদে এতোবড় বাঘা আইড় মাছ ধরা পড়লো।

রাঙামাটি মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা বিএম শাহিনুর রহমান জানিয়েছেন, কাপ্তাই হ্রদে ৩৪ কেজি ওজনের আইড় মাছ ধরা পড়লেও এই প্রথম ২৩ কেজি ওজনের বাঘা আইড় মাছ পাওয়া গেছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আরও ১৪৩ ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে
পরবর্তী নিবন্ধসেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ আটকা দেড় শতাধিক পর্যটক