রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে মো. তারেক (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গতকাল বুধবার সকাল সোয়া ১০টার দিকে লংগদু–বরকল উপজেলার সীমান্তবর্তী মহালছড়ি এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। হ্রদে ডুবে মৃত মো. তারেক চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মনকির চর ইউনিয়নের শীলকূপ গ্রামের মো. মনজুর আহমেদের ছেলে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাঙামাটি কার্যালয় জানিয়েছে, গত মঙ্গলবার বিকাল আনুমানিক ৬টার দিকে রাঙামাটির বরকল সুবলং ইউনিয়ন সংলগ্ন কাট্টলী বাজারের পার্শ্ববর্তী কাপ্তাই হ্রদের পানিতে ১৫–২০ সদস্যের একদল জেলে একটি ডুবন্ত নৌকা উদ্ধার করতে কাজ করছিল। তাদের মধ্যে থেকে মো. তারেক পানিতে ডুবে নিখোঁজ হয়। ফায়ার সার্ভিস আরও জানায়, গতকাল সকাল ৭টার সময় নিখোঁজ তারেকের স্বজনরা রাঙামাটি ফায়ার স্টেশনের ডুবুরি টিমের সাহায্য চায়। পরে সংবাদ পাওয়ার পর স্টেশনের সাব–অফিসার সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।
দীর্ঘ একঘণ্টা পর সকাল ১০টা ১০ মিনিটে তারেকের মরদের উদ্ধার করে। পরবর্তীতে মরদেহ স্থানীয় পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন বলেন, কাট্টলী বাজার সংলগ্ন বরকল উপজেলার সুবলং ইউনিয়নের মহালছড়ি নামক এলাকায় তারেক নামের ওই যুবক কাপ্তাই হ্রদে ডুবে নিখোঁজ হন। বুধবার সকাল ১০টার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধার করে।