কাপ্তাই হ্রদে জাকবিরোধী অভিযান

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ৭ এপ্রিল, ২০২৪ at ১০:৪৩ পূর্বাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও বিএফডিসির যৌথ অভিযানে কাপ্তাই হ্রদের তিনটি অবৈধ জাক অপসারণ করা হয়েছে। একই সঙ্গে স্থানীয়দের জাক দিয়ে হ্রদে মাছ শিকার না করার জন্য সতর্ক করা হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের খালকাটা এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, বিএফডিসি কাপ্তাই উপকেন্দ্রের প্রধান জসিম উদ্দিনসহ কাপ্তাই পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আরিফুর রহমান বলেন, গরমে মাছের আশ্রয়ের জন্য কচুরিপানা দিয়ে জাক তৈরি করা হয় এবং মাছ জমায়েত হলে জাল দিয়ে ঘেরাও করে মাছ ধরা হয়। আমরা জাক দিয়ে মাছ নিধন করাকে নিরুৎসাহিত করেছি। জাক নিধনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধমানুষের মুক্তির জন্য লড়াই করতে হবে
পরবর্তী নিবন্ধহিন্দু ফাউন্ডেশনের ৪২তম বার্ষিক সাধারণ সভা