কাপ্তাই হ্রদে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

রাঙামাটি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩১ জুলাই, ২০২৫ at ৮:৩৫ পূর্বাহ্ণ

রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে মজুদের দায়ে ফাহিম উদ্দিন (২৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুর পৌনে ৩টার দিকে সদর উপজেলার মগবান ইউনিয়নের রইন্ন্যাছড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রাঙামাটি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম।

আদালত সূত্রে জানা যায়, অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও বিপণনের প্রস্তুতির সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফাহিম উদ্দিনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি। প্রশাসনের পক্ষ থেকে কাপ্তাই হ্রদে এ ধরণের অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, মগবান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং বড়াদম মৌজার কারবারি উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ড্র আজ
পরবর্তী নিবন্ধআগ্রাবাদ থেকে ছিনতাই হওয়া টেক্সি নোয়াখালীতে উদ্ধার চার ছিনতাইকারী গ্রেপ্তার