কাপ্তাই সড়কে ভাঙা কালভার্ট এ যেন এক মরণফাদ

মীর আসলাম, রাউজান | শুক্রবার , ১ আগস্ট, ২০২৫ at ১০:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অঞ্চলের ব্যস্ততম সড়ক পথের মধ্যে একটি চট্টগ্রামকাপ্তাই সড়ক। এই ব্যস্ততম সড়কের একটি অংশে সৃষ্ট কয়েকটি গর্ত ও ভাঙা কালভার্ট সড়ক পথে চলাচলকারী হাজারো যানবাহনের জন্য হয়ে উঠেছে মারণ ফাঁদ। সড়ক পথটির এমন অবস্থা দেখা গেছে রাঙ্গুনিয়া এলাকাধীন জিয়া নগর এলাকার সত্যপীর মাজার টেকের কাছে। আগে থেকে সেখানে একটি ভাঙা কালভার্টের কারণে ঝুঁকিপূর্ণ অবস্থা বিরাজমান ছিল। এখন সেখানে যোগ হয়েছে গাড়ির চাকার চাপে সৃৃষ্ট আরো কয়েকটি ছোট বড় গর্র্ত। জানা যায়, কালভার্টের ভাঙা অংশ এড়িয়ে চালকরা পাশ দিয়ে গাড়ি চালানোর কারণে সড়ক পথ ধসে সেখানে আরো কয়েকটি গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্ত এখন যানবাহন চলাচলে আরো বিপজ্বনক হয়ে উঠেছে। এ পথে প্রতিদিন যাতায়াতকারী জনসাধারণের অভিযোগ, গত তিন মাস ধরে সড়কের মধ্যখানে একটি কালভার্টটি ভেঙে পড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় যানবাহন চলাচল করতে হয়েছিল। এখন ভাঙা কালভার্টটি পাশ কাটিয়ে গাড়ি চালাতে গিয়ে গাড়ির চাকার চাপে সড়ক ধসে গিয়ে আরো কয়েকটি গর্তের সৃষ্টি হয়ে ঝুঁকিকে আরো বাড়িয়ে দিয়েছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে চট্টগ্রাম সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী নিজাম উদ্দিন জানান, গত এপ্রিল মাসের শেষের দিকে কালভার্টটি মেরামতের কার্যাদেশ দেয়া হয়েছে। কাজ করছে ঠিকাদার প্রতিষ্ঠান আসিফ এন্টারপ্রাইজ। কয়েকদিন বর্ষার কারণে কাজে ব্যাঘাত হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, নির্ধারিত সময়ে শেষ হবে। জানা যায়, এ কাজে প্রায় ৭২ লাখ টাকা ব্যয় করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসিটি কর্পোরেশন অধ্যাদেশের খসড়া অনুমোদন
পরবর্তী নিবন্ধ২৫০ শয্যার হাসপাতালে প্রতিদিন হাজার রোগী