কাপ্তাই সড়কে খানাখন্দ মেরামত শুরু

চার লেনের দাবি জোরালো

জগলুল হুদা, রাঙ্গুনিয়া | মঙ্গলবার , ৩০ ডিসেম্বর, ২০২৫ at ১০:৩৮ পূর্বাহ্ণ

উত্তর চট্টগ্রামের লাখ লাখ মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম চট্টগ্রামকাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশের ছয়টি স্থানে তীব্র খানাখন্দ দেখা দিয়েছে। এসব স্থানে চলাচলকারীরা চরম দুর্ভোগে পড়ছিলেন। কাপ্তাই সড়ক চার লেনে উন্নীতকরণসহ খানাখন্দ স্পটগুলো মেরামতের দাবি জানিয়েছেন যাতায়াতকারীরা। খানাখন্দের বিষয়টি গণমাধ্যমে উঠে আসার পর তা নজরে আসে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসানের। অবশেষে তার হস্তক্ষেপে সড়ক ও জনপদ বিভাগ খানাখন্দে ভরা স্পটগুলো মেরামত শুরু করেছে।

সরেজমিনে দেখা গেছে, কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার পোমরা বুড়ির দোকান এলাকা থেকে মডেল থানা গেট, হরিন গেটসহ অন্তত ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে গভীর গর্ত ও ভাঙাচোরা অংশে মাটি ভরাট এবং পিচ ঢালাইয়ের প্রস্তুতি চলছে। ভারী যানবাহনের চাপ সামাল দিতে কাজের স্থানগুলোতে ধাপে ধাপে মেরামত করা হচ্ছে। সড়ক ও জনপদ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. ইউনুছ জানান, ইউএনও’র নির্দেশনা ও সহযোগিতায় জরুরি ভিত্তিতে মেরামত কাজ শুরু করা হয়েছে। আগে যেসব স্থানে যান চলাচল প্রায় অচল হয়ে পড়েছিল, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দা সেতুল মির্জা বলেন, দীর্ঘদিন ধরে শুধু আশ্বাসই পাওয়া যাচ্ছিল, এবার মাঠে কাজ দেখা যাচ্ছে। এটাই বড় স্বস্তি। নেজাম উদ্দিন নামে এক দোকানি বলেন, রাস্তা ভাঙা থাকলে সবাই ভোগে। এখন অন্তত কাজ শুরু হয়েছে, এটুকুই আশা জাগাচ্ছে।

মেরামত কাজ সম্পন্ন হলে কাপ্তাই সড়কে দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে উঠা সম্ভব হবে। তবে সড়কের যানজট ও স্থায়ী দুর্ভোগ নিরসনে সড়কটি চার লেনে উন্নীতকরণের দাবি জানিয়েছেন যাতায়াতকারীরা। এ বিষয়ে ‘কাপ্তাই সড়ক চার লেন চাই’ নামে একটি সংগঠন একাধিক সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে।

ইউএনও মো. নাজমুল হাসান জানান, কাপ্তাই সড়ক চার লেনে উন্নীতকরণের দাবি ঊর্ধ্বতন মহলে আলোচনা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধকারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনে হামলা
পরবর্তী নিবন্ধভোলায় বিএনপির বিক্ষোভে হাতবোমা, বিজেপি কার্যালয়ে ভাঙচুর-গুলি