কাপ্তাইয়ের বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে আন্তঃ বিভাগীয় টি–১০ ক্রিকেট টুর্ণামেন্টে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে গতকাল ৬ নভেম্বর ট্রফি বিতরণ করা হয়েছে। সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আবুল খায়ের মো. আক্কাস আলী। ইনস্টিটিউটের অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাসের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন এবং বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর মো. রহমত উল্ল্যাহ। খেলায় ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টকে ৩২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে অটোমোবাইল ডিপার্টমেন্ট। বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি।












