কাপ্তাই শিশু নিকেতন স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী

কাপ্তাই প্রতিনিধি | মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:২৪ পূর্বাহ্ণ

কাপ্তাই প্রজেক্টে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর ৫৬ ইস্ট বেঙ্গল পরিচালিত শিশু নিকেতন বাংলা ও ইংরেজী মিডিয়াম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী গত ২২ ফেব্রুয়ারি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান উদ্বোধন করেন কাপ্তাই জোনের অধিনায়ক লেঃ কর্নেল নূর উল্লাহ জুয়েল। এসময় উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষ রেহানা আক্তার রেখা। ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভারসাম্য দৌড়, বিস্কুট দৌড়, বস্তা দৌড়, মোরগ লড়াইসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। এসময় উপস্থিত ছিলেন মিসেস সুবর্না মারিয়াম, মেজর ফয়েজ আহমেদসহ অন্যান্য অতিথিবৃন্দ। ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি নূর উল্লাহ জুয়েল, সুবর্না মারিয়াম এবং মেজর ফয়েজ আহমেদ বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধমাতৃভাষা দিবস উপলক্ষে প্রীতি দাবা প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার তারেক জিয়া ঐক্য পরিষদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত