কাপ্তাই লেক থেকে অবৈধভাবে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা

পরিচালনা কমিটির সভায় সিদ্ধান্ত

কাপ্তাই প্রতিনিধি | বুধবার , ২৩ সেপ্টেম্বর, ২০২০ at ১০:৫৪ পূর্বাহ্ণ

কাপ্তাই লেক থেকে অবৈধভাবে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারী করেছেন রাঙামাটি জেলা প্রশাসক। বালু উত্তোলন করতে হলে প্রশাসনের অনুমতি নিতে হবে। প্রয়োজন হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বালু তোলা যাবে। তবে সেই ক্ষেত্রে লেকের কোন জায়গা থেকে বালু তোলা হবে, কখন এবং কি পরিমান বালু তোলা হবে তাও নির্ধারণ করে দেবে প্রশাসন। কাপ্তাই লেক পরিচালনা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত হয়। রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ছাড়াও কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের প্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি, বাংলাদেশ মৎস্য উন্নয়ন ও আহরন প্রকল্পের প্রতিনিধি, জেলা আনসার বাহিনীর প্রতিনিধি, কর্ণফুলী পেপার মিলের প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধিসহ লেক পরিচালনা কমিটির সাথে সম্পৃক্ত সবাই উপস্থিত ছিলেন। রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের প্রতিনিধি মো. আবুল বাশার কাপ্তাই লেকের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বলেন, লেকে পানি অস্বাভাবিক কম রয়েছে। রুলকার্ভের (পানির পরিমাপ) চেয়ে বর্তমানে প্রায় ৮ ফুট পানি কম রয়েছে। পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি না থাকায় লেকে পানি কম বলে তিনি জানান। লেকে পানি কম থাকায় বিদ্যুৎ উৎপাদনও কম হচ্ছে। ৫টি জেনারেটরের মধ্যে বর্তমানে একটি জেনারেটর বিদ্যুৎ উৎপাদনে রয়েছে বলেও তিনি জানান। সভায় পানি উন্নয়ন বোর্ড রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী মো. নুরুল ইসলাম, কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের পরিচালক কমান্ডার আসাদুজ্জামান, সাংবাদিক সুনিল কান্তি দে, আ.লীগ নেতা মো. রুহুল আমিন, কৃষি সমপ্রসারন অধিদপ্তর রাঙ্গামাটির উপ-পরিচালক দেবাশীষ চাকমা, কর্ণফুলী পেপার মিলের প্রতিনিধি কাজী মোশাররফ হোসেন বক্তব্য রাখেন। বক্তারা লেকে পানি কম থাকার কারণ, লেক ড্রেজিং না করা, অবৈধভাবে লেক থেকে বালু উত্তোলন, লেক সংশ্লিস্ট খাল গুলো খনন না করাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। পাশাপাশি, লেক সংশ্লিষ্টদের কর্মদক্ষতা ও আন্তরিকতার ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন। সভাপতির বক্তব্যে রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ বলেন, কাপ্তাই লেক শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদনের জন্যই ভূমিকা রাখছে তা নয়। কাপ্তাই লেক একটি বহুমুখি প্রকল্প হিসেবে কাজ করছে। লেকের পানির সাহায্যে স্বল্প খরচে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি নৌ চলাচল, ইরিগেশন, বনায়ন, মৎস্য চাষ, মৎস্য আহরণ ইত্যাদি বিষয়েও কাপ্তাই লেক ভূমিকা রাখছে। লেক পরিচালনা কমিটির সাথে সম্পৃক্ত বিশেষ করে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তপক্ষকে আরো তৎপর হওয়ার প্রতি তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি লেক সংশ্লিষ্ট ৬টি খাল দ্রত খনন কার্য সম্পাদন করার প্রতিও তিনি গুরুত্বারোপ করেন। অনেকে অবৈধভাবে কাপ্তাই লেক থেকে বালু উত্তোলন করেন বলে অভিযোগের কথা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, কাপ্তাই লেক থেকে অনুমতি ব্যাতিরেকে কোনভাবেই কেউ বালু উত্তোলন করতে পারবেনা। এ বিষয়ে অচিরেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জেলা প্রশাসক জানান।

পূর্ববর্তী নিবন্ধবরকলে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন
পরবর্তী নিবন্ধচসিক পরিচ্ছন্ন কর্মীদের পোষাক বিতরণ