আষাঢ় মাসের শেষে পাবর্ত্যাঞ্চলে দেখা মিলেছে বৃষ্টির। ফলে কাপ্তাই লেকে বেড়েছে পানি। এর সঙ্গে বাড়ল বিদ্যুৎ উৎপাদনও। অবশ্য এ মুহূর্তে লেকে রুলকার্ভের (পানির পরিমাপ) চেয়ে ৫ ফুট পানি কম রয়েছে। কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত লেকে পানি রয়েছে ৮১.৮৪ ফুট এমএসএল (মিন সি লেভেল)। তবে রুলকার্ভ অনুযায়ী এখন ৮৬.০৪ ফুট এমএসএল পানি থাকার কথা। সংশ্লিষ্টরা জানান, আষাঢ় মাসজুড়ে বৃষ্টিপাত কম ছিল। বর্তমানে কিছুটা বৃষ্টি হচ্ছে। ফলে লেকে প্রতি ঘণ্টায় .০২ ফুট হারে পানি বৃদ্ধি পাচ্ছে। পানি কম থাকায় কিছুদিন আগেও ১টি জেনারেটরে বিদ্যুৎ উৎপাদন করা হতো। বর্তমানে ৩টি জেনারেটরে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। এর মধ্যে ১ নং জেনারেটরে ২৬ মেগাওয়াট, ৩ নং জেনারেটরে ২৭ মেগাওয়াট এবং ৪ নং জেনারেটরে ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। তিনটি জেনারেটর থেকে পাওয়া যাচ্ছে মোট ৭৮ মেগাওয়াট বিদ্যুৎ, যার পুরোটাই জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের বিষয়টি নিশ্চিত করে বলেন, যদি টানা ৪/৫ দিন ভারী বৃষ্টি হয়, লেকে বর্তমানে পানির যে ঘাটতি রয়েছে, তা মিটে যাবে।