বৃষ্টিতে কাপ্তাই লেকে পানি উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। আর লেকে পানি বাড়ার সাথে সাথে বিদ্যুৎ উৎপাদনও বেড়েছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের গতকাল বলেন, পাহাড় থেকে এবং উজান থেকে পানের ঢল অনবরত কাপ্তাই লেকে এসে পড়ছে। লেকে এখন পানি রয়েছে ৮৩ ফুট মিন সি লেভেল। এতদিন লেকে পানি কম থাকায় কখনো ১টি কখনো ২টি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে চালু ছিল। কিন্তু লেকে পানি বৃদ্ধির সাথে সাথেই বিদ্যুৎ কেন্দ্রের সবগুলো ইউনিট একযোগে চালু করা হয়েছে। এখন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে সবগুলো ইউনিট থেকে ১৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। যার পুরোটাই জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে।











