কাপ্তাই লেকে পানি বৃদ্ধি বেড়েছে বিদ্যুৎ উৎপাদন

সচল তিন ইউনিটে উৎপন্ন হচ্ছে ৯২ মেগাওয়াট বিদ্যুৎ

কাপ্তাই প্রতিনিধি | মঙ্গলবার , ২১ জুন, ২০২২ at ৬:৩১ পূর্বাহ্ণ

লাগাতার প্রবল বর্ষণে কাপ্তাই লেকে পানি বেড়েছে। এর জন্য বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হয়েছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, গত তিন দিনের ভারী বৃষ্টিতে কাপ্তাই লেকে ৪ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধির পূর্বে মাত্র ১টি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হলেও বর্তমানে ৩টি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

সূত্রে জানায়, কাপ্তাই লেকে বর্তমানে ৮২ ফুট পানি রয়েছে। যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে পানি আরো বাড়বে বলে আশা করা হচ্ছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের বলেন, গত ১৫ জুন পর্যন্ত লেকে পানি ছিল ৭৬ ফুট মীন সী লেভেল (এম এস এল)।

তখন ১টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন করা হতো। বর্তমানে লেকে পানি বৃদ্ধি পাওয়ায় ৫টি জেনারেটরের মধ্যে ৩টি বিদ্যুৎ উৎপাদনে সচল রয়েছে। পানি আরো বাড়লে আরেকটি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে চালু করা সম্ভব হবে। তবে ১টি ইউনিট বর্তমানে রক্ষণাবেক্ষণের কাজে বন্ধ রয়েছে। তিনটি ইউনিট থেকে এখন ৯২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। উৎপাদিত বিদ্যুতের পুরোটাই জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধদুঃসহ দুর্ভোগে নগরজীবন
পরবর্তী নিবন্ধযান চলাচলে ভোগান্তি অনেকের ক্লাস স্থগিত