টানা বৃষ্টির কারণে কাপ্তাই লেকে পানির উচ্চতা অনবরত বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে পানির লেভেল ১০৬ ফুট মিন সি লেভেলের কাছাকাছি রয়েছে বলে জানা গেছে। পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বেড়ে গেছে। বর্তমানে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। উৎপাদিত বিদ্যুতের পুরোটাই জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহমুদ হাসান গতকাল রাত সাড়ে ৯টার দিকে দৈনিক আজাদীকে বলেন, কাপ্তাই লেকে এখন পানির লেভেল রয়েছে ১০৫.৮৫ ফুট মিন সি লেভেল। ৫টি জেনারেটরের সবগুলোই এখন সচল রয়েছে। তা থেকে ২২২ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। তিনি জানান, বৃষ্টির সাথে সাথে কাপ্তাই লেকে পানির লেভেল কম বেশি উঠানামা করছে। বৃষ্টি কমলে পানির লেভেল একটু হ্রাস পায়। এর ফলে বিদ্যুৎ উৎপাদনও উঠানামা করে। আবার বৃষ্টি বাড়ার সাথে সাথে পানির উচ্চতাও বৃদ্ধি পায়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত কাপ্তাই লেক থেকে পানি ছাড়ার কোনো পরিকল্পনা গ্রহণ করা হয় নাই। পানির উচ্চতা ১০৮ ফুট মিন সি লেভেল পর্যন্ত আসলেই কাপ্তাই লেক থেকে পানি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানান।
এদিকে কাপ্তাই লেকে পানি বাড়ার সাথে সাথে বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চাল প্লাবিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। উপজেলার কাপ্তাই ইউনিয়নের কিছু এলাকাসহ লেক তীরবর্তী বিলাইছড়ি, বরকল, লংগদু, জুরাছড়ি, নানিয়ারচর উপজেলার কিছু কিছু নিম্নাঞ্চল নিমজ্জিত হয়েছে। তবে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃক সবসময় ঘোষণা করা হয় যে, কাপ্তাই লেক তীরবর্তী বিভিন্ন উপজেলায় বসবাসকারীরা যেন লেকের ১০৯ ফুট মিন সি লেভেল এলাকার বাইরে বসতঘর নির্মাণ এবং চাষাবাদ করেন। কেননা ভারী বৃষ্টি হলেই কাপ্তাই লেকে পানি বৃদ্ধি পাবে। তখন নিম্নাঞ্চলে বসতি গড়া এবং ক্ষেতখামার থাকলে তা ডুবে যাবার সম্ভাবনা থাকবেই।