কাপ্তাই লেকে পানি কমতে থাকায় কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে শুধুমাত্র একটি ইউনিট চালু রয়েছে। অবশিষ্ট চারটি ইউনিট বন্ধ হয়েছে। চালু একটি ইউনিট থেকে মাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। সংশ্লিষ্ট প্রকৌশলীরা বলছেন, কাপ্তাই হ্রদে বর্তমানে যে পরিমাণ পানি রয়েছে, সে পানি দিয়ে একটি ইউনিটে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। আরও বেশি উৎপাদনের সুযোগ থাকলেও সারা বছর ধরে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখতে কাপ্তাই হ্রদের পানি সংরক্ষণে বিদ্যুৎ উৎপাদন কমানো হয়েছে।
দীর্ঘদিন বৃষ্টিপাত না হওয়ায় কাপ্তাই লেকে পানির স্তর সর্বনিম্ন স্তরে নেমে পড়েছে। ফলে সর্বনিম্ন স্তরে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে। দেশের একমাত্র এই জল বিদ্যুৎকেন্দ্রটির পাঁচটি ইউনিটে দৈনিক ২৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। বর্তমানে একটি ইউনিটে উৎপাদন হচ্ছে কেবল ৪০ মেগাওয়াট। কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলীরা আশঙ্কা করছেন বৃষ্টিপাত না হলে এবং কাপ্তাই হ্রদের পানি আরও কমতে থাকলে বিদ্যুৎ উৎপাদনেও ভাটা পড়বে। সেক্ষেত্রে পানি স্বল্পতায় উৎপাদন নামতে পারে তলানিতে ২৫–৩০ মেগাওয়াটে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত ৪০ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন করছে দেশের সবচেয়ে সাশ্রয়ী বিদ্যুকেন্দ্রটি।
দেশের অন্যতম বৃহত্তম কৃত্রিম জলাধার কাপ্তাই লেকের পানির উপর ভিত্তি করেই দেশের একমাত্র জল বিদ্যুৎকেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে। বিদ্যুৎ উৎপাদনের পর কাপ্তাই হ্রদের পানি কর্ণফুলী নদীতে নির্গত হয়। এরপর কর্ণফুলী নদীর পানি শোধনাগারে পরিশোধন করে বন্দরনগরী চট্টগ্রাম শহরে সরবরাহ করে থাকে চট্টগ্রাম ওয়াসা।
কর্ণফুলী নদীর পানি বছরজুড়ে প্রবাহিত না হলে সমুদ্রের পানির গতিবেগ বাড়ার সুযোগ থাকায় লবণাক্ততা বাড়তে পারে ওয়াসার পরিশোধিত পানিতে। অনেকটা চট্টগ্রাম নগরে পানি সরবরাহের সঙ্গে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনের সংশ্লিষ্টতা থাকায় সারাবছর জুড়েই সচল রাখতে হয় বিদ্যুৎ উৎপাদন।
এদিকে, কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, পানির পরিমাপের রুল কার্ড (সময়সূচি ভিত্তিক পানি উঠানামার মাপ) অনুযায়ী গতকাল শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির পরিমাণ ছিল ৭৭ দশমিক ৩০ মিনস সি লেভেল (এমএসএল)। যদিও স্বাভাবিকভাবে পানি থাকার কথা ৯৩ দশমিক ৯০ এমএসএল। রুল কার্ডের হিসেবে বর্তমানে হ্রদে ১৬ দশমিক ৬০ এমএসএল পানি কম রয়েছে।
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সংশ্লিষ্ট প্রকৌশলী জানান, বর্তমানে এই বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে একটি ইউনিট চালু রয়েছে। এক ইউনিটে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ৪০ মেগাওয়াট।