কাপ্তাই রাস্তার মাথায় ২৭ অবৈধ যানবাহন আটক

আজাদী প্রতিবেদন | সোমবার , ২২ জানুয়ারি, ২০২৪ at ৮:১১ পূর্বাহ্ণ

নগরীর কাপ্তাই রাস্তার মাথায় এলাকায় চলাচল নিষিদ্ধ অবৈধ যানবাহন ও কাগজপত্র বিহীন যানবাহনের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। ট্রাফিক ইন্সপেক্টর (টিআই মোহরা) মো. কামরুজ্জামান রাজের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে চট্টগ্রাম মহানগর এলাকায় প্রবেশ নিষিদ্ধ ১৩টি গ্রাম সিএনজি, ৫টি টেম্পু, ৬টি পিকআপ, একটি ট্রাক, একটি ব্যাটারিচালিত রিকশা ও একটি মোটরসাইকেলসহ মোট ২৭টি গাড়ি আটক করে ডাম্পিং ইয়ার্ডে পাঠানো হয়। অভিযানে অংশ নেন সার্জেন্ট মাসুদ রানা, সার্জেন্ট আশিকুর রহমানসহ অন্যান্য ট্রাফিক পুলিশ সদস্যবৃন্দ।

অভিযানের বিষয়ে টিআই মোহরা মো. কামরুজ্জামান রাজ বলেন, এটা একটি চলমান প্রক্রিয়া। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও ডিসি ট্রাফিক (উত্তর) স্যারের নির্দেশে আমরা এ ধরনের অভিযান পরিচালনা করছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধ‘কম্বল নিয়ে মায়ের সাথে বিতণ্ডা’, কীটনাশক পানে কলেজছাত্রীর মৃত্যু
পরবর্তী নিবন্ধরাউজানে পাঁচটি ডায়াগনস্টিক সেন্টার ২৪ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ