কাপ্তাই রাস্তার মাথায় পুলিশের ওপর হামলা

গ্রেপ্তার দুজন কারাগারে

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি, ২০২৫ at ৮:৩৯ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথায় টহল পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন, মো. মোরশেদ ও মো. করিম। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা এ আদেশ দেন। এর আগে চান্দগাঁও থানা পুলিশ এ দুইজনকে আদালতে উপস্থাপন করেন।

আদালতে থাকা চান্দগাঁও থানার সাধারণ নিবন্ধন শাখার (প্রসিকিউশন) পুলিশ সদস্য মো. আনিছ দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন। গত মঙ্গলবার রাতে কাপ্তাই রাস্তার মাথায় টহল পুলিশের ওপর হামলার অভিযোগে মো. মোরশেদ ও মো. করিমকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, চান্দগাঁও থানার এএসআই অসিত নাথ ফোর্সসহ কাপ্তাই রাস্তার মাথার মোহরা পুলিশ বঙের সামনে নিয়মিত চেকপোস্ট ডিউটি করছিলেন। এসময় তল্লাশিকালে মোরশেদ ও করিম পুলিশের উপর হামলা করে।

এতে এক এসআইসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। তারা হলেন, এসআই মো. হাবিবুর রহমান, এএসআই অসিত নাথ, কনস্টেবল আব্দুস সাত্তার, মো. আমিরুল ইসলাম ও ফরিদ শেখ। পুলিশ জানায়, পুলিশের সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশের ওপর আক্রমণ করে গুরুতর জখম করায় মোরশেদ ও করিমকে গ্রেপ্তার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসেন্টমার্টিনে গভীর রাতে আগুনে পুড়ল তিন রিসোর্ট
পরবর্তী নিবন্ধআজ সর্বদলীয় বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা