নগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকায় গত চারদিন ধরে ওয়াসার পাইপ লাইন লিকেজ হয়ে পুরো রাস্তা পানিতে ভেসে যাচ্ছে। অথচ সংশ্লিষ্ট কেউ বিষয়টি দেখছে না। এর পাশেই কালুরঘাট বুস্টার প্লান্ট, বহদ্দারহাট ওয়াসা অফিস এবং কালুরঘাট মোড়ে ওয়াসার প্রকৌশলী–কর্মকর্তা–কর্মচারীরা প্রতিদিন অফিস করছেন।
নগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকার মো. লোকমান হোসেন বলেন, গত চারদিন ধরে ওয়াসার পাইপ লাইন লিকেজ হয়ে মেইন রোড ভেসে যাচ্ছে। অথচ চান্দগাঁও আবাসিকের বিপরীতে ওয়াসার অফিস। মানুষ ঠিক মত পানি পাচ্ছেনা–আর সারা শহর জুড়ে আজকে এখানে, কালকে ওইখানে এভাবে পাইপ লাইন লিকেজ হয়ে পানি সব পড়ে যাচ্ছে। চারদিন দিন ধরে দিনরাত পানি পড়তে থাকায় রাস্তায় পানি জমে গেছে।
স্থানীয়রা জানান, এক কয়েকদিন আগে অক্সিজেন এলাকায় এবং এর কয়েকদিন আগে অন্যন্যা আবাসিক এলাকার পাশে পাইপ লাইন লিকেজ হয়ে প্রায় তিন–চার দিন ধরে পানি পড়েছে।
তবে ওয়াসা কর্তৃপক্ষ বলছেন, নগরীর উঁচু ও দূরের এলাকাগুলোতে সরবরাহ নিশ্চিত করতে পানির প্রেসার বাড়ানো হলে পুরনো পাইপ গুলো মাঝে মাঝে ফেটে যায় বা লিকেজ হয়ে যায়। খবর পাওয়ার সাথে সাথে তারা লিকেজ সংস্কার করে দেন।