কাপ্তাই-রাঙামাটি সড়ক সংযোগে আরো একটি নতুন সড়ক

রাউজান প্রতিনিধি | শনিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৩৪ পূর্বাহ্ণ

রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, রাউজানের মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সবকিছু করা হয়েছে। উপজেলার সব গ্রামের মানুষ এখন বর্ষাকালেও গাড়ি নিয়ে নিজ নিজ বাড়ির সামনে নামতে পারে। তিনি বলেন, দক্ষিণাংশের মানুষ উপজেলা সদরে আসা যাওয়া আগের তিনটি বড় সড়ক পথ উন্নয়নের আওতায় আনা হয়েছে। এখন রাউজানের মানুষ সহজ যোগাযোগের মাধ্যম হিসাবে আরো একটি নতুন সড়ক পাচ্ছেন। গতকাল শুক্রবার সাংসদ নতুন সড়ক ‘রমজান আলীহাট জিসি নয়াহাট এইচডি বাইয়া আধারমানিক নতুন বাজার সড়ক’ এর উদ্বোধন করতে এসে এই অভিমত ব্যক্ত করেন। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এই সড়কটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। পল্লী যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন প্রকল্পের আওতায় (আরসিআইপি) প্রকল্পটির অর্থ সহায়তা দিচ্ছে এডিবি। প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান ভুপেশ বড়ুয়া। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ওসি আবদুল্লাহ আল হারুন, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, পূর্ব গুজরার চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ, পশ্চিম গুজরার চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ, উরকিরচরের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, পাহাড়তলীর চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন, নোয়াপাড়ার চেয়ারম্যান বাবুল মিয়া, কদলপুরের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, সুনিল চক্রবর্তী, আ.লীগ নেতা সৈয়দ মোজাফফর হোসেন, আরিফুল আলম, শফিউল আলম, আবু জাফর মোহাম্মদ রাশেদ, মেম্বার সেকান্দর হোসেন, এম এ হাসেম. আনোয়ার হোসেন, অজিত বিশ্বাস, রিটন দে, মোহাম্মদ আবদুল কাইয়ুম, উদয় দত্ত অর্ক, নুরুল ইসলাম উজ্জল দেব নাথ, বেলাল উদ্দিন, মোহাম্মদ সালাউদ্দিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধ‘আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা শীর্ষক সভা’
পরবর্তী নিবন্ধসাংবাদিককে হুমকি দেওয়ায় গ্রেফতার হয়েছিলেন শাহরুখ!