কাপ্তাই রাইফেল ক্লাবের বিজয় দিবস শ্যুটিং প্রতিযোগিতা

কাপ্তাই প্রতিনিধি | শুক্রবার , ১৯ ডিসেম্বর, ২০২৫ at ৬:৪৮ পূর্বাহ্ণ

কাপ্তাই রাইফেল ক্লাবের উদ্যোগে গতকাল ১৮ ডিসেম্বর ওয়াগ্‌গাছড়গা চা বাগানে বিজয় দিবস শ্যুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে পুরুষ, মহিলা ও শিশুদের জন্য শ্যুটিং প্রতিযোগিতার আয়োজন ছিল। প্রধান অতিথি হিসেবে বিজয় দিবস শ্যুটিং প্রতিযোগিতার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি মো. রুহুল আমিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাইফেল ক্লাবের সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরী। রাইফেল ক্লাবের সদস্য মাহবুব হাসানের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নেলী রুদ্র, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, কাপ্তাই রাইফেল ক্লাবের সহসভাপতি আমিনুর রশীদ কাদেরী, উপজেলা তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেন, ওয়াগ্‌গাছড়া চা বাগানের পরিচালক মোরশেদুল আলম কাদেরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক হুমায়ুন কবির, কাপ্তাই মানবাধিকার কমিশনের সভাপতি খোরশেদুল আলম কাদেরী এবং কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য কাজী মোশাররফ হোসেন।

পূর্ববর্তী নিবন্ধনিউরন প্রিমিয়ার লিগ সম্পন্ন
পরবর্তী নিবন্ধকর্পোরেট ফুটসাল কার্নিভাল সম্পন্ন