কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব ও আনন্দ মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সুধী সমাবেশ, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করাহয়। আনুষ্ঠানিকভাবে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন বিজিবি রাঙ্গামাটি সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ইফতেখার হোসেন। অনুষ্ঠানে বিজিবির বিভিন্ন ব্যাটালিয়নের অধিনায়ক ছাড়াও সেনাবাহিনী কাপ্তাই জোনের অধিনায়ক লে. কর্ণেল এস এম মাহমুদুল হাসান সোহাগ, ১০ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার, কাপ্তাই উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন, কর্ণফুলী পেপার মিলের এমডি মো. শহীদ উল্লাহ, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের, কাপ্তাই পল্পউড বাগান বিভাগের ডিএফও এএসএম সাজ্জাদুর রহমান, ওয়াগ্গাছড়া চা বাগানের পরিচালক খোরশেদুল আলম কাদেরীসহ বিভিন্ন সংস্থা ও দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। ৪১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী আগত অতিথিদের স্বাগত জানান। ৪১ বিজিবির মেডিকেল অফিসার মেজর এস এম আশিকুজ্জামান প্রতিষ্ঠার পর থেকে ব্যাটালিয়নের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।