কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে রেকর্ড

৫টি ইউনিটে ২১৫ মেগাওয়াট উৎপাদন রুলকার্ভের চেয়ে বেশি পানি আছে হ্রদে

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৯ আগস্ট, ২০২৪ at ১১:০৮ পূর্বাহ্ণ

চলতি মৌসুমে গতকাল রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করেছে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। টানা বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকে পানির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদনও বেড়েছে। গত দুইদিনে এই বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি জেনারেটর পুরোদমে চালিয়ে ২১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে বলে এ কেন্দ্রের সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানিয়েছেন। এর আগের দিন শনিবার এই বিদ্যুৎকেন্দ্র থেকে ২১৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

গত এক সপ্তাহ ধরে কাপ্তাই লেকে পানি বাড়তে থাকায় এ বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিটে গড়ে ২১০ থেকে ২১২ এবং ২১৩ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হয়ে আসছে বলে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র থেকে জানা গেছে।

এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল রুমের দায়িত্বরত প্রকৌশলীরা জানান, গতকাল রবিবার রুলকার্ভ অনুযায়ী কাপ্তাই লেকে পানি থাকার কথা ৯৪ দশমিক ২০ এমএসএল (মিনস সি লেভেল)। সেখানে বর্তমানে পানি রয়েছে ৯৬ দশমিক ৭৯ এমএসএল। এই ব্যাপারে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের আজাদীকে বলেন, হ্রদে পানি বাড়ায় বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। আজকে (গতকাল রবিবার) এই বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটে জেনারেটর চালিয়ে সর্বমোট ২১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। তারমধ্যে ১নং ইউনিটে উৎপাদন হয়েছে ৪৬ মেগাওয়াট, ২নং ইউনিটে উৎপাদন হয়েছে ৪০ মেগাওয়াট, ৩নং ইউনিটে উৎপাদন হয়েছে ৪৮ মেগাওয়াট, ৪নং ইউনিটে উৎপাদন হয়েছে ৪০ মেগাওয়াট এবং ৫নং ইউনিটে উৎপাদন হয়েছে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ। লেকে পানির ধারণ ক্ষমতা ১০৯ মিনস সি লেভেল (এমএসএল)। কেন্দ্রের ৫টি ইউনিটে সর্বোচ্চ ২৩০ হতে ২৪০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা রয়েছে।

কেন্দ্রের সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, পার্বত্যাঞ্চলে গত দুইতিন দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকে পানি দ্রুত বেড়েছে। গত শনিবার এই বিদ্যুৎকেন্দ্র থেকে ২১৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে আহলে সুন্নাত ঐক্য পরিষদের শান্তি ও সম্প্রীতি সমাবেশ
পরবর্তী নিবন্ধবিদ্যুতের দাম বাড়ানোর ক্ষমতা কমিশনে ফেরত পাঠাচ্ছে সরকার