কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে মাত্র দুই জেনারেটের

লেকে রুলকার্ভের চেয়ে ৮ ফুট কম পানি

কাপ্তাই প্রতিনিধি | বুধবার , ২৩ সেপ্টেম্বর, ২০২০ at ৭:৫৭ অপরাহ্ণ

ভরাবর্ষায়ও কাপ্তাই লেকে পানির চরম সঙ্কট চলছে।
রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী কাপ্তাই লেকে আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) ১০৩.০৯ ফুট মীন সি লেভেল (এমএসএল) পানি থাকার কথা কিন্তু লেকে রয়েছে ৯৫.৫২ ফুট এমএসএল পানি।
পরিমাপের চেয়ে কাপ্তাই লেকে বর্তমানে ৮ ফুট পানি কম রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, পরিমাপের চেয়ে লেকে পানি কম থাকায় বিদ্যুৎ উৎপাদন সীমিত রাখা হয়েছে। ৫টি জেনারেটরের মধ্যে বর্তমানে ২টি জেনারেটর সচল রেখে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। লেকে পানি বৃদ্ধি পেলে বিদ্যুৎ উৎপাদনও বাড়ানো হবে।
কাপ্তাই লেকে পানি কম থাকার কথা স্বীকার করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের।
তিনি বলেন, “অতীতে অন্যান্য বছর বর্ষার সময় লাগাতার বৃষ্টিপাত হতো। তখন কাপ্তাই লেক পানিতে ভরপুর থাকতো। অতীতে অনেকবার অতিবৃষ্টির কারণে কাপ্তাই লেকের পানি ছেড়ে দিতে হয়েছিল কিন্তু এ বছর বৃষ্টিপাত খুব কম হয়েছে। যে কারণে লেকে পানি বৃদ্ধি পায়নি। আর পানি বৃদ্ধি না হওয়ায় পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে না। বর্তমানে ১ নম্বর ও ৪ নম্বর জেনারেটর বিদ্যুৎ উৎপাদনে রয়েছে। ১ নম্বর জেনারেটর থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ৪২ মেগাওয়াট এবং ৪ নম্বর জেনারেটর থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ৩৫ মেগাওয়াট।”
উৎপাদিত বিদ্যুতের পুরোটাই জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ফসলি জমিতে পোকা দমনে পার্চিং উৎসব
পরবর্তী নিবন্ধএকদিনে দুই হত্যাকাণ্ড পেকুয়ায়