কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট বন্ধ, চলছে একটি

লেকে পানি সংকট

কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই | শনিবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ৫:৩৮ পূর্বাহ্ণ

কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে পানির সঙ্কট দেখা দিয়েছে। কাপ্তাই লেকে পানি কমে যাওয়ায় বিদ্যুৎ কেন্দ্রের সবগুলো ইউনিট একযোগে চালানো সম্ভব হচ্ছে না বলে জানা গেছে। এর ফলে বিদ্যুৎ উৎপাদনও কমেছে। পানি আরো কমলে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হবারও আশঙ্কা রয়েছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের কাপ্তাই লেকে পানি আশঙ্কাজনক পরিমাণে কম রয়েছে বলে জানান। গতকাল শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার সময় প্রকৌশলী আব্দুজ্জাহের বলেন, কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ৫টি জেনারেটরের সবগুলো বর্তমানে বিদ্যুৎ উৎপাদন উপযোগী রয়েছে। কিন্তু লেকে পানি কম থাকায় শুধুমাত্র একটি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে সচল রাখা হয়েছে। কেন্দ্রের ১ নম্বর ইউনিটটি এখন কোনোমতে বিদ্যুৎ উৎপাদনে সচল রয়েছে। এই ইউনিট থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। যার পুরোটাই জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে।

প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের বলেন, কাপ্তাই লেকে এখন (শুক্রবার) পানি রয়েছে ৮৫.০৫ ফুট মীন সি (এমএসএল) লেভেল। কিন্তু রুলকার্ভ অনুযায়ী এখন লেকে পানি থাকার কথা ৯৫ ফুট এমএসএল পানি। অর্থাৎ পরিমাপের চেয়ে কাপ্তাই লেকে এখন ১০ ফুট পানি কম রয়েছে। সহসা বৃষ্টি না হলে কাপ্তাই লেকের পানি আরো কমে যাবারও আশঙ্কা করছেন তিনি।

কাপ্তাই লেকের পানি দ্রুত কমে যাচ্ছে কেন জানতে চাইলে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, শুধুমাত্র কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে কৃত্রিম এই কাপ্তাই হ্রদ প্রতিষ্ঠা করা হয়েছিল। কিন্তু বর্তমানে কাপ্তাই লেকের পানি রাঙামাটি শহরের সকল বাসাবাড়ি, ছোট ছোট কারখানা এমনকি সরকারি অনেক দপ্তরেও মোটর বসিয়ে লেকের পানি টেনে নেওয়া হচ্ছে। এসব কারণে কাপ্তাই লেকের পানি দ্রুত কমে যাচ্ছে। ওই কর্মকর্তা বলেন, কৃত্রিম এই জলাধারের উপর সবাই যদি নির্ভর হয়ে উঠে তা হলে চরম ক্ষতির মুখে পড়বে বিদ্যুৎ উৎপাদন। কেননা স্বল্প খরচে বিদ্যুৎ উৎপাদনের জন্য কাপ্তাই হ্রদে পানির বিকল্প নেই।

পূর্ববর্তী নিবন্ধজনতার কাছে থাকাটাই লেখকদের কাজ
পরবর্তী নিবন্ধবান্দরবানে পর্যটকবাহী বাস উল্টে আহত ২০