কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত বিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে গতকাল অনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিযোগায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবির খিয়াং। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ–সভাপতি ইব্রাহিম হাবিব মিলু, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বিজয় মারমা, পাহাড়িকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুর নবী এবং কাপ্তাই প্রেসক্লাবের সাধারন সম্পাদক ঝুলন দত্ত। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক বুলবুলি কর্মকার।