কাপ্তাই উপজেলার ডলুছড়িতে গতকাল শনিবার বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে মাহা সাংগ্রাঁই রিলং পোয়ে মৈত্রী পানিবর্ষণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডলুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আগাপাড়া, নোয়াপাড়া, ফুট্টাছড়ি, সীতাপাহাড়, ঘোলপাড়া, চন্দ্রঘোনার স্থানীয় জনগণ কর্তৃক আয়োজিত বর্ণিল এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং রাইখালী ইউনিয়ন পরিষদের সদস্য সুইচাউ মারমা। বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী পেপার মিলের প্রশাসক বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মাহমুদ, কেপিএমের বাণিজ্যিক বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নাছির উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা জটিল এবং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান বিপ্লব মারমা। পানিবর্ষণ উদ্বোধন করেন কেপিএমের প্রশাসন বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মাহমুদ।এ উপলক্ষে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের ধারা অনুযায়ী মারমা তরুণ তরুণীরা একে অপরের গায়ে পানি ছিটিয়ে আনন্দ উৎসব করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।