কর্ণফুলি ও হালদা নদীর লবণাক্ততা কমাতে বছরের ৮ মাস কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ২টি টারবাইন চালুর প্রস্তাব করছে চট্টগ্রাম ওয়াসা। এ নিয়ে সচিবালয়ে পাঠানো হচ্ছে একটি প্রস্তাব। প্রস্তাবটির বাস্তবায়ন হলে ওয়াসার পানিতে লবণাক্ততা অনেকাংশে কমানো সম্ভব হবে বলে মত সংশ্লিষ্টদের। খবর বাংলানিউজের।
ওয়াসার দাবি, কর্ণফুলী নদীর পানি প্রবাহ কাপ্তাই ড্যাম দিয়ে নিয়ন্ত্রিত হওয়ায় শুষ্ক মৌসুমে এ নদীতে পানি নির্গমন কম হয়। এতে কর্ণফুলী এবং হালদায় জোয়ারের সময় লবণাক্ততা বৃদ্ধি পায়। ফলে মোহরা ও শেখ রাসেল পানিশোধনাগারে পানি উৎপাদন কমিয়ে আনা হয়। যার কারণে মহানগরে পানি সরবরাহে প্রভাব পড়ে। বিগত বছরগুলোতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শুষ্ক মৌসুমে কাপ্তাই ড্যাম নিয়ন্ত্রণ করে পানি ছাড়ার ফলে হালদা নদীতে লবণাক্ততা বৃদ্ধির পরিমাণ তুলনামূলক কম ছিল।
চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম জানান, লবণাক্ততা পরিহার করতে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের দুইটি টারবাইন চালানোর কোনো বিকল্প নাই। বর্ষামৌসুম শেষে পানির মোট পরিমাণ নির্ণয় করে পরবর্তী বর্ষামৌসুম শুরু পর্যন্ত দুইটি টারবাইন চালানো যায় মত করে সারাবছরের পরিকল্পনা গ্রহণ করলে শুষ্ক মৌসুমে লবণাক্ততা পরিহার করা সম্ভব হবে। বিষয়টি উল্লেখ করে চট্টগ্রাম ওয়াসার পক্ষ থেকে একটি প্রস্তাবনা সচিবালয়ে পাঠানো হচ্ছে।