কাপ্তাই ওয়াগ্‌গা মৌজার হেডম্যান কার্যালয় পরিদর্শনে বিভাগীয় কমিশনার

কাপ্তাই প্রতিনিধি | মঙ্গলবার , ৪ নভেম্বর, ২০২৫ at ৯:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন গতকাল সোমবার কাপ্তাই উপজেলায় অবস্থিত ১০০ নং ওয়াগ্‌গা মৌজার হেডম্যান কার্যালয় পরিদর্শন করেন। তিনি হেডম্যান কার্যালয়ের রাজস্ব আদায়ের বই ও খাজনা আদায় সংক্রান্ত তথ্যাবলী প্রত্যক্ষ করেন এবং হেডম্যান ও কারবারীদের সাথে মতবিনিময় করেন। বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন হেডম্যান অরুন তালুকদার এবং উপস্থিত কারবারীদের সাথে মতবিনিময় করেন। এসময় বিভাগীয় কমিশনার ১০০ নং ওয়াগ্‌গা মৌজার সুসসিজ্জত কার্যালয় দেখে সন্তোষ প্রকাশ করে বলেন, অনেক হেডম্যান নিজ বাড়িকে বা ছোট কোন দপ্তরকে কার্যালয় হিসেবে ব্যবহার করে থাকে। কিন্তু ওয়াগ্‌গা মৌজার নিজস্ব কার্যালয় রয়েছে দেখে তিনি হেডম্যান ও কারবারীদের ধন্যবাদ জানান। তিনি সরকারি রাজস্ব আদায় বৃদ্ধি করার জন্য হেডম্যান ও কারবারিদের পরামর্শ দেন। রাজস্ব আদায় বাড়লে হেডম্যান ও কারবারীদের সম্মানী ভাতা বাড়ানো হবে বলেও তিনি জানান।

সভায় রাঙ্গামাটি জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) নেলী রুদ্র, কাপ্তাই থানার ওসি মো. কায় কিসলু, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, ওয়াগ্‌গাছড়া চা বাগানের পরিচালক খোরশেদুল আলম কাদেরী এবং ভায্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা উপস্থিত ছিলেন। এরআগে বিভাগীয় কমিশনার শীলছড়ি ৩৫ আনসার ব্যাটালিয়নের মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে যোগদেন এবং আনসার সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ করেন। অনুষ্ঠানে বাংলাদেশ আনসারের চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের উপমহাপরিচালক ড. মো. সাইফুর রহমান উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচবিতে ‘আইআর সপ্তাহ’র বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামকে সাস্টেনেবল ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে হবে