কাপ্তাই উপজেলায় প্রাক্তন ইউএনওদের মতবিনিময়

কাপ্তাই প্রতিনিধি | সোমবার , ১২ মে, ২০২৫ at ১০:৩৪ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলা পরিষদ গঠিত হয় ১৯৮৩ সালের ৭ নভেম্বর। গঠিত হবার পর থেকে এ পর্যন্ত ২৮ জন ইউএনও সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। অন্তবর্তী সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের সাবেক সচিব আলী ইমাম মজুমদার কাপ্তাই উপজেলার প্রাক্তন ইউএনও ছিলেন। এই উপজেলার প্রাক্তন ইউএনওদের অনেকে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পাশাপাশি অতিরিক্তি সচিব পর্যন্ত হয়েছিলেন। অনেকে ইতোমধ্যে অবসর জীবনযাপন করছেন। কাপ্তাই উপজেলার প্রাক্তন ইউএনওদের আনন্দময় মিলন মেলা গত ১১ মে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্মৃতিচারণ, সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ হাবিব উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও কাপ্তাই উপজেলার প্রাক্তন ইউএনও মোঃ সফিউলআলম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ খালেদ রহীম এবং রাঙ্গামাটির পুলিশ সুপার এসএম ফরহাদ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন।

ইউএনওদের মিলনমেলায় কাপ্তাই উপজেলায় কর্মরত প্রাক্তন ইউএনওদের মধ্যে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন মোহাম্মদ শফীক উল্লাহ্‌, জামাল এ নাসের চৌধুরী, বাবলু কুমার সাহা, মোঃ নুরুল আলম, মোঃ নুরুজ্জামান, কাজি মোঃ আবদুর রহমান, ইসরাত জাহান পান্না, তারিকুল আলম, মোহাম্মদ রুহুল আমীন, আশ্রাফ আহমেদ রাসেল, মুনতাসির জাহান, রুমন দে, মোঃ মহিউদ্দিন এবং জিসান বিন মাজেদ।

মতবিনিময়ে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের ১ম ইউএনও বাংলাদেশ টি বোর্ডের সদস্য ইয়াছমিন পারভীন তিবরিজী, ওয়াগ্গাছড়া চা বাগানের নির্বাহী পরিচালক মোরশেদুল আলম কাদেরী, কর্ণফুলী পেপার মিলের এমডি মোঃ শহীদ উল্লাহ্‌, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন, সাবেক চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ শাহাবউদ্দীন মাহমুদ, ওয়াগ্‌গাছড়া চা বাগানের নির্বাহী পরিচালক মোরশেদুল আলম কাদেরী, কাপ্তাই কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি লোকমান আহমেদ এবং কাপ্তাই হাইস্কুলের শিক্ষক হারুন আল রশীদ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ বেতারের উপস্থাপক শামীম আহমেদ। বক্তারা বিভিন্ন বিষয় তুলে ধরে সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণে প্রধান অতিথির কাছে অনুরোধ জানান। প্রধান অতিথি আলী ইমাম মজুমদার কাপ্তাই উপজেলা সার্বিক উন্নয়নের প্রশংসা করেন এবং উত্থাপিত বিভিন্ন সমস্যা সামাধানে যথাযত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি কাপ্তাই উপজেলার প্রাক্তন ইউএনওদের মিলনমেলার আয়োজন করায় তিনি উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

পূর্ববর্তী নিবন্ধফেসবুকে পাখি বিক্রির বিজ্ঞাপন, বিক্রেতাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে সাম্পান প্রতিযোগিতা শেষে হট্টগোল, ডুবে গেল নৌকা