কাপ্তাই উদ্যানে ১০ মাসে ১৮টি অজগর অবমুক্ত

কাপ্তাই প্রতিনিধি | সোমবার , ২০ নভেম্বর, ২০২৩ at ১০:৫৬ পূর্বাহ্ণ

কাপ্তাই জাতীয় উদ্যানে বিগত ১০ মাসে ১৮টি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। এসব অজগর রাঙ্গামাটি জেলার বিভিন্ন লোকালয় থেকে বন বিভাগের কর্মীরা উদ্ধার করেন এবং উদ্ধার হওয়া অজগর গুলো কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। সর্বশেষ কাপ্তাই জাতীয় উদ্যানে বন বিভাগের উদ্যোগে ১১ ফুট লম্বা ৯ কেজি ওজনের একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। রামপাহাড় এলাকার গভীর জঙ্গলে অজগরটিকে অবমুক্ত করলে সাপটি গভীর অরণ্যে ঢুকে পড়ে। অজগর অবমুক্ত করার কথা স্বীকার করে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা শেখ মাহমুদুল হক মুরাদ বলেন,এই অজগরটি রাঙ্গামাটি সদর উপজেলার তবলছড়ি এলাকার স্থানীয় মো. সাগর হোসেনের বাড়ি থেকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের ডিএফও সালহ মো. শোয়াইব খানের নির্দেশে জাতীয় উদ্যানের জঙ্গলে অজগরটিকে অবমুক্ত করা হয়। এ ব্যাপারে ডিএফও জানান, গত ১০ মাসে কাপ্তাই জাতীয় উদ্যানে ১৮টি অজগর অবমুক্ত করা হয়েছে। অজগর গুলো বনে খাবার না পেয়ে খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে। তবে সাধারণ লোকজন অজগর সাপ দেখেও তাদের না মেরে বন বিভাগকে খবর দেয়। খবর পাবার সাথে সাথে বন বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে অজগর উদ্ধার করে গভীর জঙ্গলে ছেড়ে দেয়। তিনি সর্বস্তরের জনগণকে যে কোন ধরনের বন্যপ্রানী হত্যা না করার জন্য সর্বস্তরের জনসাধারণের প্রতি আহবান জানান।

পূর্ববর্তী নিবন্ধডিপ ফোকাস : আফ্রিকান চলচ্চিত্র উৎসব সংখ্যা
পরবর্তী নিবন্ধপোর্ট সিটি ভার্সিটিতে নবীন আইনজীবীদের সংবর্ধনা