কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা

কাপ্তাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ at ১১:৪১ পূর্বাহ্ণ

মানসম্মত শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের অংশ গ্রহণে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে ত্রিপক্ষীয় মতবিনিময় সভা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পাঠান মো. সাঈদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নেলী রুদ্র। বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক হরুনর রশীদ, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন এবং রাঙ্গামাটি জেলা স্কাউটসের সহকারি কমিশনার কাজী মোশাররফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন দাশ।

অনুষ্ঠানে ১০ম শ্রেণীর সকল শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি শিক্ষার সার্বিক মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। তিনি নিয়ম মেনে শিক্ষার্থীদের লেখাপড়া করার আহবান জানান। প্রযুক্তি নির্ভর লেখাপড়ার জন্য ওয়াটসপ গ্রুপ খুলে শিক্ষকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখার জন্যও তিনি পরামর্শ দেন।

পূর্ববর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ৪৩তম সিন্ডিকেট সভা
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু