আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে গতকাল বুধবার সকালে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে নারী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। নারীর ক্ষমতায়নের প্রোগ্রাম মানুষের জন্য ফাউন্ডেশন এবং গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা এর অর্থায়নে আয়োজিত নারী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারী ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন। নবম শ্রেণীর ছাত্রী বনাম ১০ শ্রেণীর ছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত খেলায় পুজা চাকমার দেওয়া একমাত্র গোলে ১০ম শ্রেণীর ছাত্রীরা জয় লাভ করে। উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
কাপ্তাই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বিদর্শন বড়ুয়া, যুগ্ম সাধারন সম্পাদক মাকছুদুর রহমান বাবুল, কাপ্তাই প্রেসক্লাবের সাধারন সম্পাদক ঝুলন দত্ত, প্রক্তন সভাপতি মো. কবির হোসেন, প্রোগ্রেসিভের ফ্রিন্যান্স এন্ড এডমিন অফিসার সুপ্তি দেওয়ান এবং কাপ্তাই উপজেলা ফিল্ড অফিসার কোকেলী চাকমা।