কাপ্তাইয়ে ৭ আরই ব্যাটালিয়নের নৌকা বাইচ

কাপ্তাই প্রতিনিধি | রবিবার , ১৫ নভেম্বর, ২০২০ at ৯:৪৪ পূর্বাহ্ণ

কাপ্তাইয়ে ৭ আরই ব্যাটালিয়নের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কাপ্তাই লেকে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আবু মোহাম্মদ তুহিন-উল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ২৩ ই বেংগলের অধিনায়ক লেঃ কর্ণেল গাজী মোহাম্মদ মিজানুল হক। মগবান ইউনিয়ন বনাম জীবতলী ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতায় মহিলা ও পুরুষ দল মিলে মোট ১২টি দল অংশ নেয়। পুরুষ দলে ৬টি এবং মহিলা দলে ৬টি নৌকায় প্রতিযোগিরা অংশ নেন। নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করার জন্য সেনাবাহিনীর বিভিন্ন স্তরের অফিসার ও সৈনিকসহ জীবতলী এবং মগবান ইউনিয়নের বিপুল সংখ্যক নারী পুরুষ ও শিশু কিশোর উপস্থিত ছিলেন। পরে বিজয়ী ও বিজিতদের হাতে পুরস্কার তুলে দেন রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান। সেনাবাহিনীর পক্ষ থেকে ভবিষ্যতে এরকম আরো নৌকা বাইচ এবং ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হবে বলেও তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধবাড়ছে পেঁপের বাণিজ্যিক চাষ
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় শহীদ হেদায়েত আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন