কাপ্তাইয়ে ৬৮৪ জেলের মাঝে চাল বিতরণ

কাপ্তাই প্রতিনিধি | বুধবার , ২৯ জুন, ২০২২ at ১১:০৯ পূর্বাহ্ণ

মাছের প্রজনন বৃদ্ধির সুবিধার্থে গত ১ মে থেকে কাপ্তাই লেকে সব ধরনের মাছ শিকার বন্ধ রয়েছে। লেকে মাছ শিকার বন্ধ থাকায় জেলেরা যাতে কষ্টে না পড়েন সে জন্য তালিকাভুক্ত ৬৮৪ জন জেলের মাঝে ভিজিএফ হিসেবে জন প্রতি ২০ কেজি চাল বিতরণ করা হয়েছে।

রাঙ্গামাটি ২৯৯ আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার গতকাল কাপ্তাই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জেলেদের মাঝে আনুষ্ঠানিকভাবে চাল বিতরণ করে দীপংকর তালুকদার বলেন, মে, জুন এবং জুলাই এই তিন মাস কাপ্তাই লেকে সব ধরণের মাছ ধরা বন্ধ থাকে। এই সময় যাতে জেলেরা কষ্ট না করেন সে জন্য তালিকাভুক্ত প্রত্যেক জেলেকে ২০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।

চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মোঃ মফিজুল হক, উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, কাপ্তাই থানার ওসি মোঃ জসিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রুহুল আমিন এবং কাপ্তাই ইউপি চেয়ারম্যান আবদুল রতিফ।

পূর্ববর্তী নিবন্ধ১২০০ নবীন শিক্ষার্থীকে বরণ করলো আইআইইউসি
পরবর্তী নিবন্ধচবিতে ইঞ্জিনিয়ারিং ডে উদযাপন