কাপ্তাইয়ে ৬০ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ উদ্ধার

কাপ্তাই প্রতিনিধি | সোমবার , ২৬ অক্টোবর, ২০২০ at ১:৪২ অপরাহ্ণ

কাপ্তাইয়ে অবস্থিত ৪১ বিজিবি রবিবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে অভিযান পরিচালনা করে কাপ্তাই ব্যাটালিয়নের ঢংছড়ি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকা মতিপাড়া নামক স্থান থেকে ১২শ ঘনফুট অবৈধ সেগুন কাঠ উদ্ধার করেছে।
উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন ওয়াগ্গাছড়া জোনের অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দীন আহমেদ এবং উপ-অধিনায়ক মেজর কামরুল হাসান। উদ্ধারকৃত কাঠের আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা হবে বলে জানা গেছে।

উল্লেখিত সেগুন কাঠ সংরক্ষিত বনাঞ্চল থেকে বন সন্ত্রাসীরা অবৈধভাবে কেটে পাচারের জন্য দুর্গমস্থানে জড়ো করে রেখেছিল। স্থানীয় জনগণের মাধ্যমে গোপন সূত্রে খবর পেয়ে ৪১ বিজিবির ২টি টহল দল গভীর রাতে মতিপাড়ায় অভিযান পরিচালনা করে কাঠগুলো উদ্ধার করে।

এর আগে চলতি অক্টোবর মাসে ৪১ বিজিবি উপজেলার বিভিন্নস্থানে ৩ দফায় অভিযান পরিচালনা করে ৮৬ লাখ টাকার সেগুন ও গামারি কাঠ উদ্ধার করে বলে বিজিবি সূত্রে জানা গেছে। কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দীন আহমেদ পিএসসি কাঠ উদ্ধার অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৯২
পরবর্তী নিবন্ধনৌবাহিনী অফিসারকে মারধর : হাজী সেলিমের ছেলে গ্রেফতার