কাপ্তাইয়ে ৩০ লাখ টাকার কাঠ উদ্ধার

কাপ্তাই প্রতিনিধি | রবিবার , ৪ অক্টোবর, ২০২০ at ১১:৪৭ পূর্বাহ্ণ

কাপ্তাইয়ে ৩০ লাখ টাকার ৫শ ঘনফুট সেগুন ও গামারি কাঠ উদ্ধার করেছে বিজিবি। সম্প্রতি উপজেলার রাইখালী ইউনিয়নের ডংনালা থেকে কাঠগুলো উদ্ধার করা হয়।
কাঠ চোরা কারবারীরা সংরক্ষিত বনাঞ্চল থেকে এসব মূল্যবান সেগুন ও গামারি কাঠ কেটে অবৈধভাবে পাচারের জন্য ডংনালায় রেখেছিল।
গোপন সূত্রে খবর পেয়ে কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে উল্লেখিত কাঠ উদ্ধার করেন। ওয়াগ্‌গাছড়া জোনের অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ কাঠ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধবিচার বিভাগের দুর্নীতির মূলোৎপাটনের সময় এসেছে : হাই কোর্ট
পরবর্তী নিবন্ধআহমদ রেজা খা’র (রহ.) জীবন ও কর্ম নিয়ে গবেষণা হওয়া উচিৎ