কাপ্তাইয়ে অবস্থিত ৪১ বিজিবি শনিবার (১০ অক্টোবর) কোদালা এলাকা থেকে ৬শ ঘনফুট মূল্যবান সেগুন ও গামারী কাঠ উদ্ধার করেছে। সংঘবদ্ধ কাঠ চোর সংরক্ষিত বনাঞ্চল থেকে এসব মূল্যবান সেগুন ও গামারী কাঠ কেটে অবৈধভাবে পাচারের জন্য কোদালায় জড় করে রাখে।
স্থানীয় জনগণের মাধ্যমে খবর পেয়ে ৪১ বিজিবি কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ ফোর্স নিয়ে কোদালায় অভিযান পরিচালনা করে উল্লেখিত কাঠ উদ্ধার করেন।
বন সন্ত্রাসীদের কাছ থেকে সেগুন ও গামারী কাঠ উদ্ধার করায় স্থানীয় জনগণ সন্ােষ প্রকাশ করেন। কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ মূল্যবান কাঠ উদ্ধারের কথা স্বীকার করেছেন।