কাপ্তাইয়ে ২৪ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

কাপ্তাই প্রতিনিধি | রবিবার , ৭ ডিসেম্বর, ২০২৫ at ৫:১৩ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলায় গতকাল ৬ ডিসেম্বর ২৪ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গন থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়। কাপ্তাই উপজেলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে তিন শতাধিক দৌড়বিদ এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নেন। রাঙ্গামাটির সার্বিক পর্যটনের বিকাশ, পাহাড় ও লেকের সৌন্দর্য্য, খেলাধুলার প্রসার, সর্বত্র সবুজায়ন সৃষ্টি, পরিষ্কার পরিচ্ছন্ন শহর গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় পুরুষদের মধ্যে ১ম হন আশরাফুল আলম। ২য় অ্যালেক্স পারাভেজ পলাশ এবং ৩য় স্থান অধিকার করেন মো. জাকির হোসেন। মেয়েদের মধ্যে ১ম স্থান পান হাসিনা আক্তার বেবী। এছাড়া ২য় হ্লাচিং মারমা এবং ৩য় হন মাথুই চিং মারমা। প্রতিযোগিতার উদ্বোধন করেন রাঙ্গামাটি পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মোবারক হোসেন পারভেজ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন এবং কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান বাবু।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাপুটে জয়ে সিরিজ ভারতের
পরবর্তী নিবন্ধফিফা বিশ্বকাপের ড্র কোন দেশ কোন গ্রুপে