কাপ্তাইয়ে ১৫ ফুট লম্বা অজগর উদ্ধার

কাপ্তাই প্রতিনিধি | শুক্রবার , ২৪ ডিসেম্বর, ২০২১ at ১০:৩৯ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা রেশম বাগান এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার ১৫ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। অজগরটির ওজন ২২ কেজি। উদ্ধার হওয়া অজগরটিকে পরে কাপ্তাই উপজেলার রাম পাহাড়ের গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়। বন বিভাগের ডিএফও মো. রফিকুজ্জামান শাহ্‌ বলেন, খবর পেয়ে আমাদের কর্মীরা চন্দ্রঘোনা রেশম বাগান এলাকা থেকে অক্ষত অবস্থায় অজগরটিকে উদ্ধার করতে সক্ষম হয়। অজগরটিকে রামপাহাড়ের জঙ্গলে অবমুক্ত করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুতাসির জাহান। এই অজগরটির সাথীও রেশম বাগান এলাকায় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগেও গত ২৩ নভেম্বর কাপ্তাই জেটিঘাট এলাকা থেকে একটি অজগর উদ্ধার করে রামপাহাড়ে অবমুক্ত করা হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালী বাণীগ্রাম মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু কাল
পরবর্তী নিবন্ধউৎসের উদ্যোগে প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতিযোগিতা