কাপ্তাই উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ‘বেংগল ডলফিন’ এর আয়োজনে কর্ণফুলী নদীতে ১০ কিলোমিটারের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কাপ্তাই প্রজেক্টে অবস্থিত চৌধুরীছড়া নীচের বাজার হতে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন হাসপাতাল পর্যন্ত এই সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জাতীয় পর্যায়ের ৮ জন সাঁতারু এই প্রতিযোগিতায় অংশ নেন। ‘সাঁতার শিখুন সাঁতার করুন–সুস্থ থাকুন জীবন বাঁচান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন। এসময় উপস্থিত কাপ্তাই উপজেলা স্কাউটসের কমিশনার মাহবুব হাসান। ৪ ঘন্টা ১৩ মিনিট একটানা সাঁতার কেটে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন হাসপাতাল ঘাটে এসে প্রথম পৌঁছান এস এম ফেরদৌস আলম। পরে অন্যান্য সাঁতারু যথাক্রমে হাফিজুর রহমান, দেলোয়ার হোসেন, ইশরাক ফারহান, আল ইসলাম, মো. মতিন, মো. রাকিব এবং মো. সুজা ঘাটে এসে পৌঁছান।
সমাপনি মঞ্চে সাঁতারুদের ফুল দিয়ে বরণ করেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের সিনিয়র চিকিৎসক ডা. বিলিয়াম এ সাংমা। এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাহবুব হাসান বাবু, মো. ইব্রাহিম এবং কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য কাজী মোশাররফ হোসেন। সমাপনী অনুষ্ঠানে মো. দিলদার হোসেন বলেন, ভবিষ্যতে আরো বড় পরিসরে আমরা এই সাঁতার প্রতিযোগিতার আয়োজন করবো। এ ব্যাপারে তিনি সাঁতার সংগঠন বেংগল ডলফিনের সার্বিক সহযোগিতা কামনা করেন।