কাপ্তাইয়ে হাতির আক্রমণে নারীর মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ৩০ ডিসেম্বর, ২০২৫ at ১১:০২ পূর্বাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্‌গা ইউনিয়নে বুনো হাতির আক্রমণে ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে ওয়াগ্‌গা ইউনিয়নের শীলছড়ি রামপাহাড় বিট এলাকায় এ ঘটনা ঘটেছে।

নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ওয়াগ্‌গা ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. সরোয়ার হোসেন বলেন, ওই মানসিক ভারসাম্যহীন নারী সম্ভবত সড়কটি দিয়ে পার হওয়ার সময় হাতির আক্রমণের শিকার হন। তার শরীরে হাতির আক্রমণে চিহ্ন রয়েছে এবং পাশে হাতির পায়ের ছাপও রয়েছে।

এদিকে, এ ঘটনার পর ঘটনাস্থলে গেছেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান রুবেল এবং পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন। বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার জানান, সড়কটি দিয়ে বন্য হাতি চলাচল করে থাকে। এজন্য জননিরাপত্তায় বিভিন্ন নির্দেশনামূলক বিলবোর্ডও দেয়া হয়েছিল। তবে ওই নারী মানসিক ভারসাম্যহীন হওয়ায় হয়তো দুর্ভাগ্যবশত হাতির আক্রমণের শিকার হয়ে নিহত হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান রুবেল জানান, ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধরাউজান ঊনসত্তর পাড়ায় যুবক গুলিবিদ্ধ
পরবর্তী নিবন্ধশহীদ জিয়া স্মৃতি জাদুঘরকে সংস্কার করে সংরক্ষণ করতে হবে