কাপ্তাইয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে কর্মশালা

কাপ্তাই প্রতিনিধি | শুক্রবার , ২১ অক্টোবর, ২০২২ at ৬:৩১ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলা যুব ও কৈশর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ বিষয়ে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে গত বুধবার উদ্বোধন করা হয়। ‘আমাদের জীবন আমাদের স্বাস্থ্য আমাদের ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যে সহিংসতামুক্ত ও মর্যাদাপূর্ণ জীবনের জন্য পার্বত্য চট্টগ্রামের যুব ও কিশোর মেয়েদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় আয়োজিত কর্মমালা উদ্বোধন করেন উপজেলা মেডিকেল অফিসার ডা. সৈয়দ মো. ফারুক রনি।

আয়োজক সংগঠন হিল ফ্লাওয়ারের প্রশিক্ষক এপ্পি চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শশাংক বিকাশ চাকমা, রিমি চাকমা, হিলারী ত্রিপুরা ও কাপ্তাই প্রেসক্লাবের সাধারন সম্পাদক ঝুলন দত্ত। স্বাগত বক্তব্য রাখেন হিল ফ্লাওয়ারের প্রোগ্রাম ডিরেক্টর জ্যোতি বিকাশ চাকমা। কর্মশালায় প্রকল্পের ২০ জন কর্মী উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার হার শতভাগ করতে কাজ করছে সরকার
পরবর্তী নিবন্ধফতেপুরে মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন