কাপ্তাইয়ে স্কুল ভিত্তিক গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি | রবিবার , ২৬ অক্টোবর, ২০২৫ at ১১:১২ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলায় স্কুল ভিত্তিক গ্রামীণ খেলাধুলার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। রূপসী কাপ্তাই এই গ্রামীণ খেলাধুলার আয়োজন করে। গতকাল শনিবার উপজেলার দুটি স্কুলের মধ্যে হাডুডু এবং বউ ছি খেলার মধ্যদিয়ে এই গ্রামীণ খেলা আয়োজনের শুভ সূচনা করা হয়। খেলা উদ্বোধন করেন ওয়াগ্‌গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা। খেলা পরিচালনা করেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান। সহযোগিতায় ছিলেন ওয়াগ্‌গা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক কল্যাণ বিকাশ তনচংগ্যা ও রাঙ্গামাটি জেলা কাবাডি (পুরুষ) দলের অধিনায়ক থুই চিং প্রু মারমা। এসময় উপস্থিত ছিলেন ওয়াগ্‌গা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিপ্লব কুমার চৌধুরী, লোটাস শিশু সদন আবাসিক স্কুলের শিক্ষক চনুমং মারমা এবং কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য কাজী মোশাররফ হোসেন। ওয়াগ্‌গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা এবং কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান বলেন, কাবাডি আমাদের দেশের জাতীয় খেলা। একসময় গ্রামে গঞ্জে সর্বত্র এই খেলার প্রচলন ছিল। কিন্তু বর্তমানে কাবাডি খেলা সেভাবে খেলতে দেখা যায়না। বাংলার গ্রামের আরেকটি জনপ্রিয় ছিল বউ ছি খেলা। এই খেলাটিও এখন প্রায় হারিয়ে গেছে। বউ ছি খেলা কিভাবে খেলতে হয় তাও এখনকার ছেলেমেয়েরা জানে না। এই গ্রামীণ বউ ছি খেলা এবং কাবাডি খেলাকে ছাত্রছাত্রীদের মাঝে জনপ্রিয় করে তুলতে রূপসী কাপ্তাই কর্তৃপক্ষ স্কুল পর্যায়ে এই খেলার আয়োজন করায় তাঁরা ধন্যবাদ জানান। কাবাডি খেলায় অংশ নেয় সুই খ্যাইন মারমা, খ্যাইন মং সিং মারমা, সুই পাই চিং মারমা, মং সিং হ্লা মারমা, উনুমং মারমা, চিয়ং ম্রো, উসিং মং মারমা, হ্লাখ্যাইউ মারমা, অংচিংনু মারমা, লাংপুং মারমা, বিকাশ তনচংগ্যা এবং মংচুন মারমা।

পূর্ববর্তী নিবন্ধমেয়র কাপ মিডিয়া কমিটির সাথে অংশগ্রহণকারী দলের মতবিনিময় অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধদক্ষিণ হালিশহরে আন্তঃ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন