কাপ্তাইয়ে সোনালী অতীত ক্লাব আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি | মঙ্গলবার , ৫ এপ্রিল, ২০২২ at ৬:৩৬ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলায় অবস্থিত সোনালী অতীত ফুটবল ক্লাব আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ গত শনিবার চন্দ্রঘোনাস্থ কেপিএম ব্রীকফিল্ড মাঠে অনুষ্ঠিত হয়। কাপ্তাই এবং রাঙ্গামাটির ৫০ উর্ধ্ব বয়সের খেলোয়াড়রা এই প্রীতি ম্যাচে অংশ নেন। প্রাণবন্ত ফুটবল খেলায় কাপ্তাই ৩-০ গোলে জয়লাভ করে। খেলা পরিচালনা করেন প্রাক্তন খেলোয়াড় প্রভাত কুসুম বড়ুয়া। খেলা শুরুর পূর্বে মাঠে উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল হক এবং কর্ণফুলী পেপার মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সুদীপ মজুমদার। মাঠে অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, প্রাক্তন উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন হাসপাতালের পরিচালক ডা. প্রবির খিয়াং, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বিদর্শন বড়ুয়া, কেপিএম সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি শাহাব উদ্দীন আজাদ। এতে রাঙ্গামাটির প্রাক্তন খেলোয়াড় ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক ও রাঙ্গামাটির বিশিষ্ট সংগঠক সাংবাদিক সুনীল কান্তি দে কে সংবর্ধনা প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধতবুও নিজের ফর্ম নিয়ে উদ্বিগ্ন নন মোমিনুল
পরবর্তী নিবন্ধবিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের সালমা