কাপ্তাইয়ে শীতকালীন ক্রিকেট নুরুল হুদা কাদেরী স্কুল উপজেলা চ্যাম্পিয়ন

| বৃহস্পতিবার , ৮ জানুয়ারি, ২০২৬ at ৫:৩৯ পূর্বাহ্ণ

কাপ্তাই প্রতিনিধি : কাপ্তাইয়ে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়। গতকাল উপজেলার কর্ণফুলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা ৪৩ রানে কাপ্তাই উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। ৮ ওভারের খেলায় প্রথমে ব্যাট করে নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় ১০৯ রান করে। জয়ের জন্য ১১০ রানের টার্গেট নিয়ে খেলায় নেমে কাপ্তাই উচ্চ বিদ্যালয় ৬৬ রান করতে সক্ষম হয়। খেলায় আম্পায়ার ছিলেন ওয়াগ্‌গা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক কল্যাণ বিকাশ তনচংগ্যা এবং কাপ্তাই আল আমিন নূরিয়া মাদ্রাসার ক্রীড়া শিক্ষক মো. আব্দুল কাদের। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নেলী রুদ্র।তিনি বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসানের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা কর্মকর্তা সোশেল চাকমা, নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, বিউবো মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে সাগর-রুনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু
পরবর্তী নিবন্ধরামু সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু