বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের (বিএফআইডিসি) চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম গতকাল কাপ্তাই উপজেলায় অবস্থিত বিএফআইডিসির সহযোগি প্রতিষ্ঠান লাম্বার প্রসেসিং কমপ্লেক্স (এলপিসি) কারখানা এবং করাত কল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএফআইডিসির পরিচালক (উৎপাদন ও বাণিজ্য) নেছার আহমদ এবং পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এনায়েত উল্লাহ খান। এছাড়াও এলপিসির সকল পর্যায়ের অফিসার এবং সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএফআইডিসির চেয়ারম্যান বলেন, বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বিভিন্নভাবে সরকারের উন্নয়নমূলক কাজে অবদান রেখে আসছে। এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, এলপিসির অধীনে বর্তমানে প্রায় ৭০ একর জমি রয়েছে। এই জমির পুরোটাই উন্নয়নমূলক কাজে ব্যবহার করতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এক ইঞ্চি জমিও অলস ফেলে রাখা যাবে না। তিনি আরও বলেন, আমরা জানি এলপিসির মহাব্যবস্থাপক তীর্থ জিত রায়সহ সংশ্লিষ্ট সবাই কারখানার সার্বিক উন্নয়নে কাজ করছেন। ভবিষ্যতে কাজের পরিধি আরও বাড়ানোর জন্যও তিনি সকলের প্রতি আহ্বান জানান।











